চাঁদপুরের ফরিদগঞ্জে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সড়কে ভ্রাম্যমাণ চেকপোস্ট পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সেনাবাহিনীর নেতৃত্বে উপজেলার চরকুমিরা চৌরাস্তায় পুলিশ ও ট্রাফিক বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযানে ট্রাফিক আইন অমান্য করায় ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় মোট ১২০টি যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো এবং হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। নিয়ম লঙ্ঘনের কারণে ৭টি গাড়ি ও মোটরসাইকেল জব্দ করে থানায় প্রেরণ করা হয়েছে।
সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার আব্দুল আজিজের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ট্রাফিক বিভাগের টিআই মোশাররফ হোসেনসহ সেনা ও পুলিশ সদস্যরা অংশ নেন।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইন অমান্য ও অবৈধ কার্যক্রম দমন এবং আইনের শাসন প্রতিষ্ঠায় কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
প্রতিবেদক: শিমুল হাছান,
১৬ অক্টোবর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur