সারাদেশের ন্যায় চাঁদপুরের ফরিদগঞ্জে সড়ক-মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং জনসাধারণের মধ্যে আইন মানার প্রবণতা বৃদ্ধি করতে ভ্রাম্যমান মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড ও কালির বাজার চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ভ্রাম্যমাণ মোবাইল কোর্টে বিভিন্ন ধারায় মোট ১৫টি মামলা দায়ের করা হয় এবং ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কাগজপত্র অসম্পূর্ণ থাকায় ১৫টি যানবাহন জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হেলাল উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) এমদাদুল হক, ট্রাফিক পুলিশের উপ-পরিদর্শক (সড়ক ও যানবাহন) মোশারফ হোসেন, থানার সেকেন্ড অফিসার আমজাদ আলী চৌধুরীসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা।
অভিযানের বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হেলাল উদ্দিন বলেন, সারাদেশের ন্যায় ফরিদগঞ্জেও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় বিভিন্ন যানবাহনে তল্লাশি চালিয়ে কাগজপত্র যাচাই করা হয়। আইন লঙ্ঘনের দায়ে মামলা, জরিমানা এবং যানবাহন জব্দের ব্যবস্থা নেওয়া হয়।
তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
প্রতিবেদক: শিমুল হাছান,
১০ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur