চাঁদপুরের ফরিদগঞ্জে যন্ত্রদানব বালুবাহী ট্রাকের ধাক্কায় নূরুন নাহার (৫৫) নামে শিক্ষকের স্ত্রীর মৃত্যু হয়েছে।
সোমবার ৪ জুলাই বিকেলে উপজেলার ধানুয়া এলাকার চাঁদপুর টু লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে এ মৃত্যুর ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত নূরুন নাহার পাশের প্রত্যাশী গ্রামের প্রত্যাশী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মো.শাহজাহানের স্ত্রী। তাদের দু ছেলে,তিন মেয়ে রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সিএনজি চালিত অটোরিকশা যোগে বাড়ি ফিরছিলেন গৃহবধূ নূরুন নাহার।
এসময় তাকে বহনকারী অটোরিকশা থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন তিনি। এমন সময় বালুবাহী দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে গুরুতর আহত নূরুন নাহারকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই দিন সন্ধ্যার পর নিহত নূরুন নাহারকে প্রত্যাশী গ্রামের বাড়িতে দাফন করা হয়।
সড়ক দুর্ঘটনার বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রদিপ মন্ডল জানান,ধানুয়া এলাকায় সড়ক দুর্ঘটনার বিষয়ে আমার জানা নেই।
সিমুল হাসান
৪ জুলাই ২০২২
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur