চাঁদপুরের ফরিদগঞ্জে একুশের প্রথম প্রহরে গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে ফরিদগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ফরিদগঞ্জে উপজেলা প্রশাসনসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ পূর্বে সকল দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা, মুক্তিযুদ্ধা ও উপজেলা বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের হাজার হাজার মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে।
এ সময় নেপথ্যে বাজছিল অমর একুশের কালজয়ী গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…। এর পাশাপাশি মাইক্রোফোনে ভাষা আন্দোলনের ইতিহাস ও কবিতা আবৃত্তি করেন কর্মরতারা।
পরে রাত ১২টা এক মিনিট থেকে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতান রাজিয়া, উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা ও পৌর প্রশাসক এ.আর.এম জাহিদ হাসান, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামান জুয়েল, উপজেলা এলজিইডি কর্মকর্তা আবরার আহমেদ, কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, মুক্তিযোদ্ধা সংসদ, ফরিদগঞ্জ প্রেসক্লাব, ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস, উপজেলা বিএনপি, উপজেলা যুবদল, পৌর যুবদল, উপজেলা সেচ্ছা সেবকদল, মহিলা দল, উপজেলা ছাত্রদল, সামাজিক ও সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের নেতারা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।
এ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক নিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান। প্রায় এক ঘণ্টার ব্যবধানে রাতের প্রথম প্রহরে শ্রদ্ধা ও ভালোবাসার ফুলে ভরে উঠে শহীদ মিনার।
১৯৫২ সালের এই দিনে শহীদদের শাণিত ধারায় যে আলোকিত পথের উন্মোচন ঘটেছিল, সেই পথ ধরে এসেছিল স্বাধীনতা।
প্রসঙ্গত, রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালে ভাষা শহীদদের আত্মত্যাগের দিনটি বাংলাদেশের ইতিহাসে মহান শহীদ দিবস হিসেবে পালন হয়ে আসছে। তবে দেশের গণ্ডি ছাড়িয়ে অমর একুশে এখন পালিত হচ্ছে সারা বিশ্বে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে। ১৯৯৯ সালে ইউনেসকো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়।
প্রতিবেদক: শিমুল হাছান,২১ ফেব্রুয়ারি ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur