Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত
যথাযোগ্য

ফরিদগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত

সারাদেশের ন্যায় চাঁদপুরের ফরিদগঞ্জে মহান বিজয় দিবস পালিত হয়েছে। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বগাঁথার এক অবিস্মরণীয় দিন এটি। বিনম্র শ্রদ্ধা, ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা ঘটে।

সোমবার (১৬ ডিসেম্বর) প্রথম প্রহরে স্বাধীনতার স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়াসহ উপজেলায় কর্মরত কর্মকর্তা ও মুক্তিযোদ্ধারা।

এরপর বেলুন ও পায়রা উড়িয়ে উপজেলা প্রশাসন আয়োজিত বিজয় মেলার উদ্বোধন করেন তিনি।

এসময় সহকারী কমিশনার (ভূমি) এ আর এম হাজিদুল ইসলাম, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম (পিপিএম), উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: আসাদুজ্জামান জুয়েল, উপজেলা কৃষি অফিসার কল্লোল কিশোর, উপজেলা প্রকৌশলী মোঃ আবরার আহমেদ,
মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সুমন বৈমিক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিরিন সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপারভাইজার আব্দুল্লা আল মামুনসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

দিবসটি পালন উপলক্ষে উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন আলাদা আলাদা কর্মসূচির মাধ্যমে ক্রীড়া, সাংস্কৃতিক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। দুপুরে শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। এছাড়া হাসপাতাল ও এতিম খানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

সন্ধায় বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

প্রতিবেদক: শিমুল হাছান, ১৭ ডিসেম্বর ২০২৪