ফরিদগঞ্জে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে ।
২৬ মার্চ শুক্রবার সূর্যোদয়ের সাথে সাথে ৫০ বার তোপধ্বনি শেষে জাতীয় পতাকা উত্তোলন করার মধ্যে দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়।
মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে স্থানীয় সংসদ সদস্য সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান, উপজেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান এডভোকেট জাহিদুল ইসলাম রোমান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও শিউলী হরি, পুষ্পস্তবক অর্পন করেন।
এরপর ফরিদগঞ্জ থানা পুলিশ, উপজেলা আ’লীগ, প্রেসক্লাব, উপজেলা স্বাস্থ্য বিভাগ , পৌরসভাসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রধানগন পুষ্পস্তবক অর্পন করেন।
পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয় এবং শান্তির প্রতিক পায়রা ও বেলুন উড়িয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়।
প্রতিবেদকঃশিমুল হাছান,২৬ মার্চ ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur