Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মদিন পালিত
বঙ্গবন্ধু

ফরিদগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১৭ মার্চ বুধবার সকালে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সামনে স্থাপিত বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন শফিকুর রহমান এমপি, অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, উপজেলা নিবার্হী কর্মকর্তা শিউলী হরি, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, ফরিদগঞ্জ প্রেসক্লাব, ফরিদগঞ্জ থানা, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা স্বাস্থ্যবিভাগ।

উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেক কাটা হয়। পরে শিশুদের চিত্রাংকণ, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয। বিকালে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।

এদিকে দিবস উপলক্ষে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি অফিসে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিআরডিবির চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েলের সভাপতিত্বে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান ভূইয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু শাহেদ সরকার।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু শামিম, শাখাওয়াত হোসেন, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক আলমগীর হোসেন পাটওয়ারী, প্রচার সম্পাদক সুলতান আহমদ রিপন, পৌরসভা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান পাটওয়ারী, সহ সভাপতি আব্বাস উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন মিজি,উপজেলা আওয়ামীলীগের সদস্য কামাল পাঠান, উপজেলা কেন্দ্রীয় সমিতির ভাইস চেয়ারম্যান মামুনুর রহমান পাটওয়ারী, সাবেক ভাইস চেয়ারম্যান ফখরুজ্জামান পাটওয়ারী।

অন্যদিকে দুুপুরে দিবস উপলক্ষে ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। বাজার ব্যবসায়ী কমিটির কার্যালয়ে কমিটির সভাপতি ফারুকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জহিদুল ইসলাম রোমান, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, ফরিদগঞ্জ থানার ওসি(তদন্ত) বাহার মিয়া, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, জেলা পরিষদ সদস্য মশিউর হমান মিটু, সাইফুল ইসলাম রিপন, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক আকবর হোসেন মনির।

প্রতিবেদক:শিমুল হাছান,১৭ মার্চ ২০২১