চাঁদপুরের ফরিদগঞ্জে আন্ত:জেলা মোটরসাইকলে চোর চক্রের সদস্য ও মাদক ব্যবসায়ী শরীফকে গ্রেফতার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে ২৮ মে বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে পৌর শহরের বাস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ফরিদগঞ্জ উপজেলার ষোলদানা গ্রামের মৃত আজিজ উল্যার ছেলে শরীফ। সে দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরি ও মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোটরসাইকেল চুরি, মাদক ব্যবসা সহ নানা অভিযোগে ১০ টি মামলা রয়েছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবদুর রকিব জানান, ফরিদগঞ্জ, হাজীগঞ্জ, লক্ষীপুর, নোয়াখালী, চাটখিল, রামগঞ্জ উপজেলার বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি ও মাদক ব্যবসা করে আসছে শামীম। আটকের পর শামীমকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রতিবেদক:শিমুল হাসান,২৯ মে ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur