চাঁদপুরের ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবী ও সমাজসেবামূলক সংগঠন আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন–এর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) উপজেলার খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি আয়োজন করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি পারভেজ মোশারফের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আসাদুজ্জামান জুয়েল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক ও খাজুরিয়া ইয়ুথ ক্লাবের সভাপতি সফিকুর রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহজাহান মিয়া, গুপ্টি পশ্চিম ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মেহেদী হাসান গাজী এবং মেডিকেল ক্যাম্পের আর্থিক সহযোগী তরুণ উদ্যোক্তা ও সিইও মাহাতাব উদ্দিন পাটোয়ারী।
দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। এ ছাড়া প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রতিবেদক: শিমুল হাছান/
৩ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur