নুসরাত জাহান হত্যার বিচারসহ দেশব্যাপি নারীর প্রতি সংহিসতার প্রতিবাদে মানববন্ধন করেছে ফরিদগঞ্জে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ।
সোমবার (২২ এপ্রিল) বিকেলে ফরিদগঞ্জ উপজেলা সদরের পশ্চিম বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার সভাপতি ডাঃ পরেশ চন্দ্র পাল, সাধারণ সম্পাদক তপন মজুমদার, সাংগঠনিক সম্পাদক নারায়ন রবিদাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি হিতেশ শর্মা, সাধারণ সম্পাদক লিটন কুমার দাস, সাংগঠনিক সম্পাদক ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী,
বাসদ উপজেলা শাখার সমন্বয়ক হারুনুর রশিদ, মুক্তিযোদ্ধা মানিক চন্দ্র দাস মঙ্গল, সমাজকর্মী স্মৃতি চক্রবর্তী, স্মৃতি রাণী পাল, শিক্ষক তপন কর্মকার, রতন চন্দ্র দাস, শিবানী চৌধুরানী, সেবাইত অর্জুন চক্রবর্তী, সুবীর চক্রবর্তী, পল্লী চিকিৎসক সমর চন্দ্র দাস, অমল চন্দ্র দে, ঠাকুর কৃষ্ণ ভৌমিক, শ্রী কৃষ্ণ দাস, সুকুমার কুরী প্রমুখ ।
মানববন্ধনে বক্তারা নুসরতা হত্যার সুষ্ঠ তদন্ত ও বিচার দাবি করার পাশাপাশি সারাদেশের নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ জানান।
ফরিদগঞ্জ করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur