ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উদযাপন উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১১ জানুয়ারি শনিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান বলেন,‘আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষনগননা শুরু হয়েছে, মুজিববর্ষে এসে আমরা ক্ষুধা দারিদ্রকে জয় করে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী উন্নত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের দ্বারপ্রান্তে চলে এসেছি। এখন আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন মেয়র মাহফুজুল হক, সহকারী কমিশনার(ভূমি) শারমিন আক্তার, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহম্মদ মজুমদার, সাবেক ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম সউদ, উপজেলা যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান শাহীন, সিনিয়র যুগ্ন আহবায়ক ও উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি হেলাল উদ্দিন আহম্মেদসহ সরকারীকর্মকর্তা কর্মচারী, সাংবাদিক, আওয়ামী লীগের
অঙ্গও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ র‌্যালি ও আলোচনা সভায় অংশ নেয়।

প্রতিবেদক:শিমুল হাছান

Share