চাঁদপুরের ফরিদগঞ্জে মানসিক বিকারগ্রস্ত ভাইয়ের হাতে প্রাণ গেল বোন নুরজাহান বেগমের(৫০)। সোমবার (২৮ মে) বিকেলে উপজেলার চর দু:খিয়া পুর্ব ইউনিয়নে পুর্ব একলাশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সংবাদ পেয়ে পুলিশ নুরজাহান বেগমের লাশ উদ্ধার করে পোষ্ট মর্টেমের জন্য সন্ধ্যায় চাঁদপুর প্রেরণ করেছে। সং ফরিদগঞ্জ থানার ওসি শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
নুরজাহান বেগমের স্বামী আলী আকবর জানান, তার শ্যালক আব্দুল কাদির দীর্ঘদিন ধরে মানসিক বিকারগ্রস্ত। সে তাদের সাথেই থাকে। বিভিন্ন সময় তাকে চিকিৎসা করিয়েছে। এরই ধারাবাহিকতায় প্রায় ৪ মাসের চিকিৎসা শেষে সে কিছু দিন পুর্বে বাড়ি ফিরে আসে। গত এক সপ্তাহ পুর্ব থেকে আবারো তার সমস্যা দেখা দেয়।
সোমবার বিকেলে আব্দুল কাদির একই আচরণ শুরু করলে তার বোন নুরজাহান বেগম তাকে বকাঝকা করে। এতে সে ক্ষিপ্ত হয়ে আব্দুল কাদির ঘরে থাকা শীল পাটা দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার বোনের মৃত্যু হয়।
সংবাদ পেয়ে থানা পুলিশের এস আই মাসুদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে এবং আব্দুল কাদিরকে আটক করে। আব্দুল কাদির পুর্ব একলাশপুর গ্রামের ফরাজি বাড়ির মৃত তাজুল ইসলামের ছেলে।
ফরিদগঞ্জ থানার ওসি শাহ আলম জানান, ‘লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে।’
করেসপন্ডেন্ট
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur