ফরিদগঞ্জে মানববন্ধনে বাধা, সাংবাদিক লাঞ্ছিত

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ (১০ নম্বর) ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ইউপি সদস্য মোশারফ হোসেন মসুর বিরুদ্ধে এলাকাবাসীর আয়োজিত মানববন্ধনে যুবদল নেতাদের বাধা ও স্থানীয় সাংবাদিক চাঁদপুর কন্ঠের ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সদস্য শামীম হাসানকে লাঞ্ছিতের ঘটনা ঘটেছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে ভুক্তভোগী পরিবার মানববন্ধন কর্মসূচি পালন শুরু করলে বাঁধা দেন গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহেব উল্যাহ মীর। এ সময় তিনি মানববন্ধনে উপস্থিতদের ছবি তুলতে থাকেন এবং সংবাদকর্মীদের সঙ্গে অশোভন আচরণ করেন।

পরে ঘটনাস্থলে আসেন একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুর রহমান পাটওয়ারী। তিনি মানববন্ধনে অংশগ্রহণকারীদের তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলেন এবং একপর্যায়ে সংবাদ সংগ্রহে থাকা সাংবাদিক শামীম হাসানের ওপর হামলার চেষ্টা চালান। এ সময় অকথ্য ভাষায় গালাগাল করে তিনি বলেন, “নিউজ করে কী করতে পারে, করুক।”

হঠাৎ এই ঘটনার পর মানববন্ধনে উপস্থিত সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয়রা অভিযোগ করেন, ইউপি সদস্য মসুর বিরুদ্ধে দুর্নীতির তথ্য আড়াল করতেই সাংবাদিক লাঞ্ছনার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে।

ঘটনার পর এলাকাবাসী ও সাংবাদিক মহল তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। ভুক্তভোগীরা প্রশাসনের হস্তক্ষেপ ও ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

সাংবাদিক শামীম হাসানের সাথে অসভোন আচরণের কারণে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতিসহ সকল সদস্য তীব্র নিন্দা জানিয়েছেন। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন।

প্রতিবেদক: শিমুল হাছান, ২১ সেপ্টেম্বর ২০২৫