ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে মাধ্যমিক সমিতির নির্বাচন সম্পন্ন

চাঁদপুর ফরিদগঞ্জ মাধ্যমিক সমিতি নির্বাচন- ২০১৯ সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে মুহম্মদ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক পদে হুমায়ুন কবির নির্বাচিত হয়েছেন।বৃহস্পতিবার(২৬ এপ্রিল) সকাল ১০ ঘটিকা হতে বেলা দুই ঘটিকা পর্যন্ত বিরামহীনভাবে ভোট প্রহণ অনুষ্ঠিত হয়।

জানা গেছে, তিন বছর মেয়াদী সমিতির নির্বাচন হয়েছে আঠারটি পদে। এতে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন ১৬ জন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সরাসরি ব্যালটের মাধ্যমে গতকাল নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে নির্বাচন করেন তিনজন।

এরা হচ্ছেন কালিরবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহম্মদ মিজানুর রহমান (প্রাপ্ত ভোট ২৭১), নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিক উল্লা (প্রাপ্ত ভোট ১৬৩), সাধারণ সম্পাদক পদে নির্বাচন করেন দুইজন। এরা হচ্ছেন, হুমায়ুন কবির (প্রাপ্ত ভোট ২৭৩) ও জাহাঙ্গীর হোসেন (প্রাপ্ত ভোট ২২৬)।

নির্বাচন কমিশর কর্তৃক জানা গেছে মোট ভোটার সংখ্যা ৫৪২ জন। কাস্ট হয় ৫০৯ টি ভোট। নির্বাচন কমিশনার এর দায়িত্ব পালন করেন শাহ মো: মকবুল আহমদ, আবু জাফর মো: শামছুদ্দিন পাটওয়ারী ও দিপক কুমার রাউত।

স্টাফ করেসপন্ডেট
২৬ এপ্রিল ২০১৯

Share