ফরিদগঞ্জে মাদ্রাসার নবনির্মিত ভবন উদ্বোধন

দু’জাহানে কামিয়াবি অর্জনের লক্ষ্যে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রুস্তুমপুর আইডিয়াল নুরানী ও হিফজুল কোরআন মাদ্রাসার নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার (২০ ডিসেম্বর) দিনব্যাপী ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা স্থানীয় শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব মহিউদ্দিন বাচ্ছুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী আবদুর রব।

বদিউজ্জামালপুর মাদ্রাসার অধ্যক্ষ ও বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা কফিল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দারুল হুদা মাদ্রাসার মহাপরিচালক শায়েখ মোল্লা নাজিম উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসাতুল আবু হুরায়রা-এর প্রতিষ্ঠাতা পরিচালক ও ইতমিনান পাবলিকেশনের স্বত্বাধিকারী মুফতি মূসা খান, পিডাব্লিউডি মসজিদ পল্টনের খতিব মাওলানা সালাউদ্দিন চাঁদপুরী, রূপসা আহমদীয়া আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মো. শরীফ হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী সামসুল ইসলাম কচি, মো. আবু তাহের ও দেলোয়ার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জনে কোরআনভিত্তিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, দ্বীনি শিক্ষার মাধ্যমে আদর্শ মানুষ গড়ে তোলা সম্ভব।

অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর পাঠদান, শিক্ষার্থীদের নিরাপত্তা ব্যবস্থা ও মনোরম পরিবেশ পরিদর্শন করে অতিথিরা মাদ্রাসা কর্তৃপক্ষের সার্বিক ব্যবস্থাপনার প্রশংসা করেন।

অনুষ্ঠান শেষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

প্রতিবেদক: শিমুল হাছান,
২০ ডিসেম্বর ২০২৫