Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে মাদক কারবারিসহ আটক ৫
মাদক

ফরিদগঞ্জে মাদক কারবারিসহ আটক ৫

চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবা এবং বিভিন্ন মামলার ৪ আসামিসহ ৫জনকে আটক করেছেন।

১৮ নভেম্বর বৃহস্পতিবার রাতে থানার অফিসার ইনচার্জের নির্দেশে এস.আই মোঃ জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ভাটিয়ালপুর অভিযান পরিচালনা করে মাদক কারবারি মোঃ আবুল বাশার(৩১)কে ৩০পিস ইয়াবাসহ আটক করে।

একই সময় এসআই মোঃ নাছির আহাম্মদ, এএসআই মোঃ শফিক মিয়া সঙ্গীয় ফোর্সসহ উপজেলার সন্তোষপুর এলাকায় অভিযান পরিচালন জি-আর মামলার পরোয়ানাভুক্ত আসামি মোঃ আবুল বাশার ও মোহাম্মদ ইউসুফ হোসেনকে আটক করে এবং এস.আই বরকত উল্যাহ সঙ্গীয় ফোর্সসহ পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করে পুর্বের চুরি মামলার সন্দিগ্ধ আসামী শাকিল, হাসান গাজী প্রকাশ শাকিল (১৯)কে আটক করেছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, ইয়াবাসহ এক মাদক কারবারিকে মাদক আইনে ও বিভিন্ন মামলার চার আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রতিবেদক: শিমুল হাছান,১৮ নভেম্বর ২০২১