Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপিত
স্বাধীনতা

ফরিদগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

চাঁদপুরের ফরিদগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। ২৬ মার্চ শনিবার দিবসের প্রথম প্রহরে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয় এবং শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, ফরিদগঞ্জ পৌরসভা, স্বাস্থ্য বিভাগ, জাতীয় পার্টি, ফরিদগঞ্জ প্রেসক্লাব, বাজার ব্যবসায়ী সমিতিসহ সামাজিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পমাল্য অর্পণ করেন।

পরে সকাল ৮টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ফরিদগঞ্জ এ.আর পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্যারেড গ্রাউন্ডে আনুষ্ঠানিক পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নিবার্হী অফিসার শিউলী হরি, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, উপজেলা আ’লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সহিদ উল্লা তপদার। পতাকা উত্তোলন শেষে সালাম গ্রহণের পর সকলের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন অতিথিবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) আজিজুননাহার, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও এ.আর পাইট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল আমিন কাজল, উপজেলা আ’লীগের যুগ্ম- সাধারন সম্পাদক আলমগীর হোসেন স্বপন, ওয়াহীদুর রহমান রানা, জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিটু, সাইফুল ইসলাম রিপন, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল, সাবেক ছাত্রলীগ নেতা আকবর হোসেন মনির, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহববি আলম সোহাগ প্রমূখ।

আলোচনাসভা শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কোমলমতি ছাত্র-ছাত্রীরা মুক্তিযুদ্ধ বিষয়ক মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করেন।

একইদিন দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরির সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট. জাহিদুল ইসলাম রোমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান জি.এস তছলিম আহম্মেদ, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার সহিদ উল্লা তপাদার প্রমুখ।

প্রতিবেদক: শিমুল হাছান, ২৬ মার্চ ২০২২