ফরিদগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বড়দিন উদযাপন

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় দুই দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসব উদযাপন করা হয়েছে।

উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামের খ্রিস্টান পল্লীতে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে সাধু জোসেফের গির্জায় বড়দিন উপলক্ষে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। ফাদার লেনার্ড রেভেরু’র নেতৃত্বে অনুষ্ঠিত এ প্রার্থনায় খ্রিস্টান সম্প্রদায়ের নারী-পুরুষসহ নানা বয়সের ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।

বিশেষ প্রার্থনা শেষে বড়দিন উপলক্ষে চাঁদপুর জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে পাঠানো শুভেচ্ছা উপহার হিসেবে কেক কাটেন খ্রিস্টান পল্লীর শিশু-কিশোররা। এ সময় উৎসবমুখর পরিবেশে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেল) মুকুর চাকমা, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) এমদাদুল হকসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা।

এছাড়া স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের উদ্যোগে বড়দিন উপলক্ষে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে।

অনুষ্ঠানে স্থানীয় খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যে জোসেফ ডি সিলভা, জন ডি সিলভা, ম্যালকম ডি সিলভাসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজন শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

প্রতিবেদক:শিমুল হাছান,
২৫ ডিসেম্বর ২০২৫