ফরিদগঞ্জে লায়ন ফখরুল আহমেদ ফয়সালের মনোনয়ন সংগ্রহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে চট্টগ্রামস্থ চাঁদপুর জেলা জাতীয়তাবাদী ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি, তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ, ফরিদগঞ্জের কৃতি সন্তান লায়ন মোঃ ফখরুল আহমেদ ফয়সালের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহজাহান মাহমুদের কাছ থেকে ফখরুল আহমেদ ফয়সালের পক্ষে এ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ তোফায়েল আহমেদ, এমরান মিজি, আলমগীর হোসেন, বুলবুল আহমেদ, মোঃ রুবেল খান, শাহ আলম গাজী, রাসেদুল ইসলাম, ফরহাদ হোসেন গাজী, ফোরকান আহমেদ, সাবেক কেন্দ্রীয় যুবদলের সদস্য হুমায়ুন কবিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নেতাকর্মীরা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপিকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ অবস্থানে রাখতে লায়ন মোঃ ফখরুল আহমেদ ফয়সালের নেতৃত্বে তারা আশাবাদী।

নিজস্ব প্রতিবেদক/
২৪ ডিসেম্বর ২০২৫