ফরিদগঞ্জে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বিএনপির দলীয় মনোনয়ন পরিবর্তন করে উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানকে প্রদানের দাবিতে ফরিদগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিল ও সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে।
শনিবার ১৫ নভেম্বর সন্ধ্যার পর ফরিদগঞ্জ বাসস্ট্যাণ্ড থেকে মশাল মিছিলটি বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যাণ্ডে এসে শেষ হয়। পরে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে।
এসময় বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক মঞ্জিল হোসেন।
তিনি বলেন, আলহাজ্ব এম এ হান্নান গত তিন দশকের বিএনপির নিবেদিত প্রাণ। দলের পদবি না থেকেও তিনি দলের জন্য নিরলস কাজ করেছেন। সর্বশেষ তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে নেতৃত্ব দিয়ে দলকে সুসংগঠিত করেছেন। মামলার আসামী হয়েছেন, কারাভোগ করেছেন। কিন্তু দল যাকে মনোনয়ন দিয়েছেন, তার বিষয়ে আপনারা সবই জানেন। তাই এই আসনটি বিএনপির নিশ্চিত আসন হিসেবে ধরে রাখার স্বার্থে মনোনয়ন পরিবর্তন করে আলহাজ্ব এম এ হান্নানকে প্রদানের জন্য দলীয় নেতৃবৃন্দের কাছে আমাদের আকুল আবেদন।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক আমানত হোসেন গাজী, উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক নজরুল ইসলাম নজু, মাসুদ আলম, আব্দুর রহমান, পৌর বিএনপির যুগ্মআহ্বায়ক জামাল হোসেন মিজি।
এর আগে একই দাবীতে অবরোধ, সড়কে অগ্নীসংযোগ, মশাল মিছিল, কালো পতাকা মিছিলসহ সপ্তাহব্যাপী নানান কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি ও পৌর বিএনপিসহ অংগসংগঠনের নেতৃবৃন্দ।
প্রতিবেদক: শিমুল হাছান,
১৫ নভেম্বর ২০২৫