ফরিদগঞ্জে ভ্রাম্যমাণ চেকপোস্ট অভিযানে জরিমানা
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর উদ্যোগে ভ্রাম্যমাণ চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার ২৭ সেপ্টেম্বর দুপুরে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে এ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় যানবাহনের কাগজপত্র যাচাই-বাছাইসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ভ্রাম্যমাণ চেকপোস্টে মোট ৯৮টি যানবাহন তল্লাশি করা হয়। এর মধ্যে লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো এবং হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। এসময় গাড়ির কাগজপত্র সঠিক না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে মোটরসাইকেল চালক ও প্রাইভেট গাড়ির বিরুদ্ধে ২টি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি ট্রাফিক আইন ভঙ্গের দায়ে মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সেনাবাহিনীর সূত্র জানায়, দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী কর্মকাণ্ড দমন ও আইনের শাসন প্রতিষ্ঠায় সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করলে সড়ক দুর্ঘটনা কমবে এবং চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে।
প্রতিবেদক: শিমুল হাছান, ২৭ সেপ্টেম্বর ২০২৫