ফরিদগঞ্জ

ফরিদগঞ্জ ভাটিয়ালপুরে গ্রামীণ হা ডু ডু খেলা

পবিত্র ঈদুল আযহা পরবর্তীতে ঈদপূর্ণমিলনীর অংশ হিসেবে ভাটিয়ালপুর ইস্টার্ন স্পোটিং ক্লাব আয়োজন করে দেশের ঐতিহ্যবাহী গ্রামীন খেলা হা-ডু-ডু (কাবাডি)।
১৫ সেপ্টেম্বর ফরিদগঞ্জ পৌরসভা ভাটিয়ালপুর চৌরাস্তায় ক্লাব মাঠে কাবাডির এ প্রিতি ম্যাচটি অনুষ্ঠিত হয়।

শহরবাসী বনাম গ্রামবাসী নামে দুই দলে বিভক্ত হয়ে জনপ্রিয় খেলাটি শুরু হয়। খেলাটি পরিচালনা করেন ক্লাবের সভাপতি মো: গফূর মিয় এবং সাধারণ সম্পাদক মো: কামাল হোসেন শেখ স্বাধীন।

খেলায় চ্যাম্পিয়ন হয় গ্রামবাসী নামের দলটি। ঐতিহ্যবাহী হা-ড-ুডু খেলায় এলাকার বয়ষ্ক ও তরুণরা অংশগ্রহন করে। পৌরসভার ভাটিয়ালপুর চৌরাস্তায় এ ক্লাবের আয়োজনে প্রতিবছরের মত এবারও বিভিন্ন ধরনের খেলার আয়োজন করেন ক্লাবের দাতা সদস্যগন।

খেলা শেষে বিজয়ী এবং বিজীত দলের খেলোয়াড়াদরে মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা ।

: আপডেট, বাংলাদেশ সময় ১:০০ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৬, রোববার
ডিএইচ

About The Author

প্রতিবেদক- সানাউল হক, ফরিদগঞ্জ করেসপন্ডেন্ট
Share