Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জ ভাটিয়ালপুরে গ্রামীণ হা ডু ডু খেলা
ফরিদগঞ্জ ভাটিয়ালপুরে গ্রামীণ হা ডু ডু খেলা

ফরিদগঞ্জ ভাটিয়ালপুরে গ্রামীণ হা ডু ডু খেলা

পবিত্র ঈদুল আযহা পরবর্তীতে ঈদপূর্ণমিলনীর অংশ হিসেবে ভাটিয়ালপুর ইস্টার্ন স্পোটিং ক্লাব আয়োজন করে দেশের ঐতিহ্যবাহী গ্রামীন খেলা হা-ডু-ডু (কাবাডি)।
১৫ সেপ্টেম্বর ফরিদগঞ্জ পৌরসভা ভাটিয়ালপুর চৌরাস্তায় ক্লাব মাঠে কাবাডির এ প্রিতি ম্যাচটি অনুষ্ঠিত হয়।

শহরবাসী বনাম গ্রামবাসী নামে দুই দলে বিভক্ত হয়ে জনপ্রিয় খেলাটি শুরু হয়। খেলাটি পরিচালনা করেন ক্লাবের সভাপতি মো: গফূর মিয় এবং সাধারণ সম্পাদক মো: কামাল হোসেন শেখ স্বাধীন।

খেলায় চ্যাম্পিয়ন হয় গ্রামবাসী নামের দলটি। ঐতিহ্যবাহী হা-ড-ুডু খেলায় এলাকার বয়ষ্ক ও তরুণরা অংশগ্রহন করে। পৌরসভার ভাটিয়ালপুর চৌরাস্তায় এ ক্লাবের আয়োজনে প্রতিবছরের মত এবারও বিভিন্ন ধরনের খেলার আয়োজন করেন ক্লাবের দাতা সদস্যগন।

খেলা শেষে বিজয়ী এবং বিজীত দলের খেলোয়াড়াদরে মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা ।

: আপডেট, বাংলাদেশ সময় ১:০০ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৬, রোববার
ডিএইচ

ফরিদগঞ্জ ভাটিয়ালপুরে গ্রামীণ হা ডু ডু খেলা

About The Author

প্রতিবেদক- সানাউল হক, ফরিদগঞ্জ করেসপন্ডেন্ট

Leave a Reply