ফরিদগঞ্জে ভাইয়ের বসতঘরে মাঝখানে দেয়াল তুললেন ভাই

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় জমি নিয়ে চলমান বিরোধের জেরে ছোট ভাইয়ের বসতঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে মালামাল নিয়ে যাওয়ার পর ঘরের মাঝ বরাবর দেয়াল তোলার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের ভোটাল এলাকায়।

স্থানীয় সূত্র জানায়, দুই ভাইয়ের মধ্যে জমি ও ঘরসংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চলছে। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিসি বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। সম্প্রতি বড় ভাই সৌদি আরব প্রবাসী মো. হাবিবুর রহমান হঠাৎ ছোট ভাই আমেরিকা প্রবাসী আঃ রহমান ফরহাদ এর ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে কিছু মালামাল বের করে নিয়ে যান বলে অভিযোগ রয়েছে। এরপর ঘরের সিসি ক্যামেরা ভেঙে ফেলে দেন।

এরপরই তিনি শ্রমিক নিয়ে এসে বসতঘরের মাঝখানে ইটের দেয়াল তুলে ঘরকে দুই ভাগে ভাগ করে দেন। এতে ছোট ভাইয়ের পরিবার ব্যবহার করতে পারা অংশটি অর্ধেকে নেমে আসে এবং বড় ধরনের ভোগান্তির সৃষ্টি হয়।

ভুক্তভোগী ছোট ভাই এর স্ত্রী জান্নাতুল ফেরদৌস বলেন, আমি বাচ্চার পড়াশোনার জন্য বাসা ভাড়া নিয়ে চাঁদপুর থাকি। স্থানীয়রা আমাকে এবং আমার স্বামীকে বিষয়টি জানালে আমি বাড়িতে দেখি আমার ভাসুর (হাবিবুর রহমান) আমাদের ঘরের তালা ভেঙে পেলে মালামাল নিয়ে যাওয়া, সিসি ক্যামেরা ভেঙে পেলে এবং ঘরের মাঝখানে দেয়াল তুলে আমাকে ও আমার পরিবারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে। এ নিয়ে তাদের জিজ্ঞাসা আমাকে মারতে তেড়ে আসে এবং অকথ্য ভাষায় গালমন্দ করে।

এলাকার কয়েকজন বাসিন্দা জানান, কাজটি হাবিবুর রহমানের মোটেও ঠিক হয়নি। যদি রহমানের তাছে জায়গা পায়, তাহলে আলোচনা করে শেষ করা যেত। তবে তিনি যা করছে এতে এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ফরিদগঞ্জ থানার এ.এস.আই মাসুদুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিবেদক: শিমুল হাছান,
১৭ নভেম্বর ২০২৫