Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে বড়গাঁও উবির ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন
নির্বাচন

ফরিদগঞ্জে বড়গাঁও উবির ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

প্রত্যক্ষ ভোটে ফরিদগঞ্জ উপজেলার বড়গাঁও উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
৫ জুন রবিবার অভিভাবকদের স্বতঃস্ফূর্ত ভোটদানের মধ্যদিয়ে এ নির্বাচন সম্পন্ন হয়।

স্কুল সূত্রে জানা যায়, অভিভাবকদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে রবিবার উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের বড়গাঁও উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়। উক্ত ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এর মধ্যে ৪ জন বিজয়ী হয়েছেন। তারা হলেন, মো. মহেব্বুর রহমান ২১০ ভোট পেয়ে প্রথম হন। মো. এমরান হোসেন ২০৩ ভোট পেয়ে দ্বিতীয় হন। আবুল খায়ের ১২৪ ভোট পেয়ে তৃতীয় এবং মো. রশিদ খান ১১৬ ভোট পেয়ে চতুর্থ হন। বিনা প্রতিদন্ধিতায় সংরক্ষিত মহিলা অভিবাক সদস্য নির্বাচিত হয়েছেন মাহমুদা ইসলাম মুক্তা।

উল্লেখ্য, বড়গাঁও উচ্চ বিদ্যালয়ের অভিভাবকদের ভোটার সংখ্যা ৫০০। তার মধ্যে ৩২৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ্ আলী রেজা আশ্রাফী।

প্রতিবেদক: শিমুল হাছান, ৫ জুন ২০২২