ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে ব্যবসায়ীর ১৪টি কোরবানির পশু চুরি

চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলা সদরেরর টিএন্ডটি এলাকায় মঙ্গলবার (১৭ আগস্ট) রাতে আসন্ন পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে পশু কোরবানির হাটে বিক্রির জন্য নিয়ে আসা দু’ব্যবসায়ীর ১৪টি দেশি গরু চুরির ঘটনা ঘটেছে।

পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য পশুগুলোর দু’পাহারাদার শরীফ(২৪) ও সাগর(২৩)কে আটক করেছে।

জানা গেছে, কোরবানীর হাটে গরু বিক্রয়ের জন্য ঠাকুরগাঁও জেলার রানীসংকৈল থেকে ১৮টি গরু ক্রয় করে মাহবুব পাঠান ও ইব্রাহিম খলিল নামে দুই শিক্ষক ফরিদগঞ্জ উপজেলার সদরের শনিবার টিএন্ডটি এলাকায় তাদের বাড়ির পাশে একটি অস্থায়ী একটি ঘরে রাখে।

দুইজন লোক নিয়োগ ছাড়াও তারা পালা করে প্রতিদিন রাতে পাহারা দেয়। কিন্তু মঙ্গলবার রাতে পাহারাদাররা ঘুমিয়ে পড়লে ওই অস্থায়ী ঘর থেকে ৪টি গরু রেখে বাকী ১৪টি গরু নিয়ে যায়।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি আবুল কালাম ঘটনার সত্যতা স্বীকার বলেন, ‘রাতে সংবাদ পেয়েই তিনি বিভিন্ন স্থানে ফোর্স পাঠানো হয়েছে। তাছাড়া সকাল (বুধবার) থেকেই আশেপাশের উপজেলাগুলোতে খোঁজ খবর নেয়া হচ্ছে।’

ফরিদগঞ্জে ব্যবসায়ীর ১৪টি কোরবানির পশু চুরি

About The Author

প্রতিবেদক- সানাউল হক, ফরিদগঞ্জ করেসপন্ডেন্ট
Share