চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের গৃদকালিন্দিয়া বাজারে গত ৩০ এপ্রিল দুপুরে পূর্বের ঘোষণা ছাড়াই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করেছে প্রশাসন। অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে বৈধ দোকানের সানসেট ও বিদ্যুতিক মিটার ভাংচুর করেছে। যার কারনে ক্ষতিগ্রস্ত দোকানদারা সোমবার (৫ মে) দুপুরে গৃদকালিন্দিয়া বাজারে মানববন্ধন করেছে।
মানববন্ধনে ক্ষতিগ্রস্ত দোকানদারা রিপন ধনীদার, খোরশেদ ধনীদার, আঃ কাদের, রফিক খান দাবি করে বলেন, গৃদকালিন্দিয়া বাজারে সরকারি সম্পত্তি দখল করে অবৈধ স্থাপনা উচ্ছেদ না করে মধ্য বাজারের অবস্থিত বৈধ দোকানের সানসেট অপসারনের নামে উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন। আমার তাৎক্ষণিক কোনো উপায় না পেয়ে বাধা দিয়েও কোনো প্রতিকার পাইনি। উচ্ছেদের নামে আমাদের অনেক ক্ষতি হয়েছে। আমার উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে উচ্ছেদে জড়িতদের বিচার চাই।
এসময় বাজারে ব্যাবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন, রিয়াদ ধনীদার, বিপুল ধনীদার, মোরশেদ আলম, শ্রীরুপ কান্ত রায়, মিজান কুকারীজ, সেলিম হোসেন ও আরমান হোসেনসহ প্রায় শতাধিকের বেশি ক্ষতিগ্রস্ত দোকানদারা।
উল্লেখ্য: উচ্ছেদ অভিযানের পর স্থানীয় দোকানদার মোঃ আঃ খালেক প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার, ফরিদগঞ্জ থানা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
প্রতিবেদক: শিমুল হাছান, ৫ মে ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur