মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে এবং ঢাকায় শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে সারা দেশের ন্যায় চাঁদপুরের ফরিদগঞ্জেও বেসরকারি শিক্ষকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। এর ফলে উপজেলার সব এমপিওভুক্ত স্কুল–কলেজে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) দিনব্যাপী এ কর্মবিরতি পালন করেন উপজেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।
জানা গেছে, ফরিদগঞ্জের ৪৭টি হাই স্কুল, ৭টি কলেজ এবং ৫৪টি মাদ্রাসার মধ্যে অধিকাংশ প্রতিষ্ঠানেই শিক্ষকরা পূর্ণ কর্মবিরতিতে অংশ নিয়েছেন।
ফরিদগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক মো. মিজানুর রহমান বলেন, আমাদের উপজেলার সব ৪৭টি হাই স্কুল শতভাগ কর্মবিরতি পালন করেছে।
উপজেলার বেসরকারি কলেজগুলোর পক্ষ থেকে অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন জানান, ফরিদগঞ্জের সাতটি বেসরকারি কলেজও এই কর্মসূচিতে অংশ নিয়েছে।
তবে ভিন্ন মত জানিয়েছেন ফরিদগঞ্জ মাদ্রাসা শিক্ষক সমিতির (জমিয়তে মোদাররেছীন) উপজেলা সভাপতি অধ্যক্ষ আনোয়ার মোল্লা। তিনি বলেন, আমরা এই দাবির সঙ্গে একমত নই, তাই কর্মবিরতিতে অংশ নিইনি।
যদিও উপজেলার একাধিক মাদ্রাসায় কর্মবিরতি পালনের বিষয়টি নিশ্চিত হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গাউছুল আজম পাটওয়ারী বলেন, শিক্ষকদের কর্মবিরতিতে না যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল। তবু কিছু প্রতিষ্ঠান কর্মবিরতি পালন করেছে বলে শুনেছি। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, এবং নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিবেদক: শিমুল হাছান,
১৩ অক্টোবর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur