চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বেপরোয় মোটর বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে মাদ্রসা ছাত্র নিহত ও তার দু’সহপাঠী গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেলে উপজেলার সুবিদপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাদ্রাসার শিক্ষার্থী উপজেলার ঘড়িহানা গ্রামের মোহাম্মদ আলী আরশাদের ছেলে আমান উল্যাহ (১৮), আহত অন্য দু’সহপাঠী হলেন একই গ্রামের সফিকুর রহমানের ছেলে মাহমুদুল হাসান ওরফে আবদুল আজিম ও ইসলামপুর গ্রামের শহীদুল ইসলাম।
এরা ৩ জনেই উপজেলার মুন্সীরহাট আইএইচ ইসলামিয়া আলিম মাদ্রাসার আলিম ২য় বর্ষের ছাত্র।
সুবিদপুর পশ্চিম ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার হোসেন চাঁদপুর টাইমসকে জানান, ‘আমান উল্যাহ তার দু’সহপাঠীকে নিয়ে তার নানার বাড়ি সুবিদপুর চৌধুরী বাড়িতে বেপরোয়া গতিতে যাওয়ার পথে গাছের সাথে সজোরে ধাক্কা লেগে এ দুর্ঘটনার শিকার হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানায়, ‘দুর্ঘটনার শিকার ৩ জনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমেধ্যই আমান উল্যাহর মৃত্যু হয়। আহত অপর দু’জনের অবস্থা আশংকাজনক দেখে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় প্রেরণ করা হয়েছে।’
এদিকে মাদ্রাসা শিক্ষার্থী আমান উল্যাহর মৃত্যুতে তার পরিবার ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
প্রতিবেদক- কবির হোসেন মিজি
: আপডেট, বাংলাদেশ ৯: ৪০ পিএম, ৩ আগস্ট ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ