ফরিদগঞ্জে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি জন্য দোয়া
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া এবং অসহায় নারীদের মাঝে শাড়ি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর ) দুপুরে ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের ঐতিহ্যবাহী রূপসা আহমদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানের পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় নেতৃবৃন্দ এক হাজার অসহায়, দুস্থ ও নিম্নআয়ের নারীদের হাতে শাড়ি তুলে দেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে যে সাহসিক ভূমিকা রেখেছেন, তা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তারা তাঁর দ্রুত রোগমুক্তি ও সুস্বাস্থ্যের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম বেপারীর সঞ্চালনায় এবং ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র মঞ্জিল হোসেন পাটোয়ারী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ, নজরুল ইসলাম নজু পাটোয়ারী, উপজেলা বিএনপির সদস্য আমির হোসেন, নফর আলী মুন্সি, হুমায়ুন কবির টিপু, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাজু হোসেন, সাধারণ সম্পাদক ওমর ফারুক রিপন, সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি ইসমাইল হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক হাছানসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মানবিক উদ্যোগ হিসেবে শাড়ি বিতরণের এই আয়োজন স্থানীয় এলাকাবাসীর মধ্যে প্রশংসা কুড়িয়েছে।
প্রতিবেদক: শিমুল হাছান,
২ ডিসেম্বর ২০২৫