ফরিদগঞ্জে বৃষ্টির জন্য নামাজ আদায়

তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে এবং ফসলাদির জন্য আল্লাহর নিকট প্রশান্তি দায়ক বৃষ্টির প্রার্থনায় সালাতুল ইসতিসকার নামাজ আদায় হয়েছে চাঁদপুরের ফরিদগঞ্জে।

বৃহষ্পতিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার চরদু:খিয়া পশ্চিম ইউনিয়নের লড়াইরচর দরবার শরীফের সালাতুল ইসতিসকার নামাজে আদায় হয়। উক্ত দরবার শরীফের পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা বেলাল বিন মোস্তফা কামাল সভাপতিত্বে নামাজ ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ মাওলানা নুরুল ইসলাম।

এসময় আলোনিয়া ফাযিল মাদ্রাসার সহকারি অধ্যাপক মাওলানা নুরুল ইসলাম, মুনছুর আহমদ, মাওলানা মিজানুর রহমান, সবুজ স্যারসসহ এলাকার প্রায় আড়াইশত মুসুল্লি ও এলাকার গন্যমান্য ব্যক্তি ও দারুল কোরান হিফজ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশ গ্রহণ করেন।

নামাজে অংশ নেওয়া মুসল্লিরা জানান, প্রচণ্ড দাবদাহ ও অনাবৃষ্টির কারণে শুকিয়ে যাচ্ছে মাঠঘাট কৃষিজমি। তীব্র খরায় ফসল উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছেন মানুষ। এখন চাষাবাদ করতে পারছি না। তাই আল্লাহর অশেষ রহমতের জন্য এ ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে।

প্রতিবেদক: শিমুল হাছান, ২৫ এপ্রিল ২০২৪

Share