Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে বৃদ্ধাকে কুপিয়ে কাফন রেখে গেছে দুর্বৃত্তরা
Kupia Jokhom

ফরিদগঞ্জে বৃদ্ধাকে কুপিয়ে কাফন রেখে গেছে দুর্বৃত্তরা

ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তা জামাল হোসেনের বাবা সলিম শেখকে শুক্রবার (৬ নভেম্বর) রাতে ঘুমন্ত অবস্থায় কে বা কারা এসে কুপিয়ে জখম করেছে। হামলাকারীরা এসময় কাফনের কাপড় রেখে যায়। কাফনের উপর লেখা ছিল ‘সোলিম তোর কাপনের কাপড়’। এ ব্যাপারে সলিমের ফরিদগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

আহত সলিমের ছেলে জামাল চাঁদপুর টাইমসকে জানায়, ‘গত কিছুদিন আগে একটি অপরিচিত নাম্বার থেকে আমার বাবাকে মেরে ফেলার হুমকি দেয়া হয়। ঘটনার রাতে তিনি অন্যান্য সময়ের মতো ১০টায় ঘুমিয়ে পড়েন। পরে রাত আনুমানিক দেড়টার দিকে হঠাৎ তার চিৎকার শুনি ওনার শরীর জখম করা অবস্থায় দেখি। এমন পরিস্থিতি দেখতেছি তিনি কাতরাচ্ছেন পাশে একটি ১০ হাতের কাফনের কাপড় সেটাতে লিখা ছিল সেলিম তোর কাফনের কাপড়। পরে তাকে আমরা হাসপাতালে নিয়ে যাই’

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার এসআই (উপ-পরিদর্শক) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁদপুর টাইমসকে জানান, ‘অভিযোগ পাওয়ার পর আমার তদন্ত করছি। যে নাম্বার থেকে হুমকি দেওয়া হয়েছে সে নাম্বার ট্র্যাকিং করে অভিযুক্তদের শাস্তি দেয়া হবে।’

আহসান হাবিব

আপডেট ০৮:১০ পিএম ০৭ নভেম্বব, ২০১৫ শনিবার

ডিএইচ