Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে বিষপানে প্রাণ গেল মানসিক রোগীর
ফাইল ছবি

ফরিদগঞ্জে বিষপানে প্রাণ গেল মানসিক রোগীর

চাঁদপুরের ফরিদগঞ্জে বিষপানে এক মানসিক রোগীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম মিজান গাজী (৫০)। তিনি উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের পশ্চিম সাহাপুর (গাজী বাড়ি) এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (১ জুলাই) সকাল ১১টার দিকে কড়ৈতলী এলাকার নাজু বাড়ির সামনে কাঁচা রাস্তার পাশে মিজান গাজী সকলের অগোচরে বিষপান করেন। পরে স্থানীয় আশিক গাজীসহ এলাকাবাসী বিষয়টি বুঝতে পেরে তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়। কিন্তু সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মিজানকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী কহিনূর বেগম জানান, দীর্ঘদিন ধরে তার স্বামী মানসিক সমস্যায় ভুগছিলেন।

খবর পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ হাসপাতালে গিয়ে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং আইনগত প্রক্রিয়া শুরু করে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, “মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।”

প্রতিবেদক: শিমুল হাছান, ২ জুলাই ২০২৫