চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলায় বিষপানে নাজমা বেগম (৩৫) নামে ২ সন্তান জননীর আত্মহত্যার খবর পাওয়া গেছে।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে দাফন করা হয়েছে।
নিহত নাজমা ওই উপজেলার চর দুঃখিয়া গ্রামের গাজী বাড়ির রেজাউল করিমের মেয়ে। বর্তমানে তার ২ মেয়ে রয়েছে।
নিহতের ভাই লিটন জানায়, ৪ বছর আগে বোরহান চৌকদারের সাথে নাজমার বিয়ে হয়। বিয়ের পর থেকে সে মানসিক রোগে আক্রান্ত হওয়ায় বাপের বাড়িতে থাকে। রোববার রাত ১২ টায় সে হঠাৎ ডাক চিৎকার করলে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, নাজমা বিষপাণে আত্মহত্যা করেছে।
প্রতিবেদক : মাজহারুল ইসলাম অনিক
: আপডেট, বাংলাদেশ সময় ৯ : ০০ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৮, সোমাবর
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur