চাঁদপুরের ফরিদগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলায় ২ জন আহত হয়েছে। এলাকাবাসী ও ফরিদ মিয়া জানান, উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের নারিকেলতলা এলাকার মিঞা বাড়ির ফরিদ মিয়া (৫০) এর সাথে একই বাড়ির দেলোয়ার হোসেন এর পরিবারের জমি নিয়ে প্রায় ১৫ বছর যাবত বিরোধ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় গতকাল ২৫ জুলাই দেলোয়ার হোসেন জোর পূর্বক ফরিদ মিয়ার জমিতে গাছের চারা লাগাতে গেলে তাতে বাধা দেওয়ায় উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়।
পরে দেলোয়ার,স্ত্রী- ফরিদা বেগম, ছেলে- খালেদ ও ফাহাদ রাতের আঁধারে ফরিদ ও তার স্ত্রী জেসমিন বেগমকে ঘর থেকে ডেকে নিয়ে বেদঢ়ক মারধর করে। আহত অবস্থায় স্থানীয়রা ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়, শারীরিক অবস্থার বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করে।
এ বিষয়ে দেলোয়ার হোসেন জানায়, জমি সংক্রান্ত বিরোধে আমাদের সাথে বাকবিতন্ডা হয়, মারধরের বিষয়ে এড়িয়ে গিয়ে তিনি বলেন, আপনি ( সাংবাদিক) মারতে দেখেছেন? তারা হাসপাতালে ভর্তি রয়েছে বললে তিনি বলেন, মারলে মারছি তাতে কি হয়েছে?
স্টাফ করেসপন্ডেন্ট, ২৬ জুলাই ২০২০