ফরিদগঞ্জে ক্যান্সার, কিডনী, লিভারসিরোসিস, স্ট্রোকেপ্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ২৩ জনের প্রত্যেককে ৫০ হাজার টাকা হারে সাড়ে ১১ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. জাহিদুল ইসলাম রোমান এই চেক বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি, উপজেলা সমাজসেবা অফিসার শাহাদাত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান তছলিম আহমেদ, সাংবাদিক নুরুন্নবী নোমান প্রমূখ।
শিমুল হাছান,১০ সেপেটম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur