চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চরকুমিরা গ্রামে বিদ্যুতের নতুন ২.৬২ কি. বিদ্যুতের নতুন সংযোগের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকালে স্থানীয় সাংসদ ড. মোহাম্মদ শামছুল হক ভুঁইয়া বিদ্যুতের নতুন এই সংযোগের উদ্ধোধন করেন।
উদ্ধোধনী অনুষ্ঠানপূর্ব সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ শামছুল হক ভুইয়া এমপি বলেন, “আওয়ামী লীগ থাকলে দেশ থাকবে, জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হবে, উন্নয়নের জন্য ভালো মানুষকে নেতৃত্বে নিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার ২০১৮ সালের মধ্যে প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেওয়া হবে। সরকারি ৪০ লক্ষ টাকা ব্যায়ে চরকুমিরা গ্রামে ১৪৭ জন গ্রাহককে ২.৬২ কি. মিটার নতুন বিদ্যুৎ সংযোগ স্থাপন করা হয়েছে ”
সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মাহবুবুল বাসার কালু পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাহেদ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা নাছরিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী, ফরিদগঞ্জ থানা অফিসার ইনর্চাজ মো. নাজমুল হক, পল্লী বিদ্যুতের ডিজিএম শহীদ উল্ল্যাহ ভুঁইয়া প্রমুখ।
।। আপডেট ০৯:৩০ পিএম ২০ অক্টোবর, ২০১৫ মঙ্গলবার
প্রতিনিধি/ডিএইচ
সানাউল হক