চাঁদপুর ফরিদগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ছাত্র মো. নাদিম হোসেন (১৬) উপজেলার ২ নং বালিথুবা পূর্ব ইউনিয়নের সানকিসাইর গ্রামের রাজমেস্তরী মুহাম্মদ হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, ২৬ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে পাশ্ববর্তী বাড়িতে খেলাধুলা করছিল নাদিম। এক পর্যায়ে ঐ বাড়ির জাহাঙ্গীরের পাকঘরে অটোরিক্সার তার লাগাতে গিয়ে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়।
পরিবার লোকজন খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ জানান, আমি বিষয়টি জেনেছি, তবে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য বলেছি।
এবিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন জানান, এই ঘটনায় আমাদের কেউ অবহিত করেনি।
প্রতিবেদক:শিমুল হাছান,২৬ নভেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur