চাঁদপুরের ফরিদগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মমিন খান (৩৫) নামের এক শ্রমিক মারা গেছেন। রোববার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
মমিন উপজেলার ৪নং সুবিদপুর পশ্চিম ইউনিয়নের বদরপুর গ্রামের ইউছুফ খানের ছেলে। তিনি তিন সন্তানের জনক।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে বাড়ির বাগানে গাছ কাটতে যান মমিন। গাছের ঢাল কাটার সময়’ই সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। এসময় তিনি ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মহসীন আলম বিষয়টি চাঁদপুর টাইমসকে নিশ্চিত করেছেন।
ফরিদগঞ্জ করেসপন্ডেন্ট : আপডেট ৪:৪০ পিএম, ০৮ মে ২০১৬, রোববার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur