চাঁদপুরের ফরিদগঞ্জে নির্মাণাধীন একটি বহুতল ভবনের রড তোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মমিন খান (৪০) নামে এক নির্মাণশ্রমিকের করুণ মৃত্যু হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সকালে ফরিদগঞ্জ পৌরসদরের কালিরবাজার চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভবনের নিচ থেকে ছাদে রড তোলার সময় পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে স্পর্শ লাগলে ঘটনাস্থলেই মমিন খান অচেতন হয়ে পড়েন। পরে দ্রুত তাকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মমিন খান গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের চর রাঘব রায় গ্রামের মাকসুদ খানের ছেলে। তিনি পেশায় নির্মাণশ্রমিক।
মৃতের বাবা জানান, আমার ছেলে প্রতিদিনের মতো সকালেই কাজে গিয়েছিল। রড তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। ছেলের মৃত্যুর জন্য কাউকে দোষারোপ করছি না। তবে তার স্ত্রী ও চার সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা হচ্ছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম বলেন, শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার খবর পেয়েছি। কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।
প্রতিবেদক: শিমুল হাছান,
১৯ নভেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur