Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধার মৃত্যু
বিদ্যুতায়িত
প্রতীকী ছবি

ফরিদগঞ্জে বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধার মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে পল্লী বিদ্যুতের তার চিড়ে পানিতে পড়ে থাকায় হারিছা বেগম(৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

১৬ আগস্ট মঙ্গলবার সকালে উপজেলার পৌর এলাকার পশ্চিম চরকুমিরা হাজী বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত হারিছা বেগম ওই গ্রামের মোফাজ্জল হোসেনের স্ত্রী। বিদ্যুতাইত হয়ে মৃত্যুর সংবাদ পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন মৃত দেহ উদ্ধার করেছে।

জানা গেছে, সকালে হারিছা বেগম ঘুম থেকে উঠে প্রতিদিনের ন্যায় হাটার সময় বাড়ির পাশের পুকুরে মাছ ভাসতে দেখে পুকুরে নামে।

এসময় পল্লী বিদ্যুতের তারের ছেড়া অংশ পানিতে পড়ে থাকায় তিনি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন।

পরবর্তিতে স্থানীয়রা লাশ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে পুকুর থেকে লাশ উদ্ধার করে।

বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, পল্লী বিদ্যুতের এমন অব্যস্থাপনার কারনেই মৃত্যুর ঘটনা ঘটেছে। বেশ কয়েকদিন যাবত পল্লী বিদ্যুতের তার এলো-মেলো পুকুরের উপর পড়ে থাকতে দেখে পল্লী বিদ্যুতের লোকজনে জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি।

এদিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পল্লী বিদ্যুতের কর্মীরা উক্ত স্থানে তাদের রক্ষনা বেক্ষনার কাজ করছেন।

বিষয়টি নিয়ে চাঁদপুর পল্লী বিদুৎ সমিতি-২ এর ফরিদগঞ্জ জোনাল অফিসের পরিচালক প্রকৌশলী কামাল হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন জানান, খবরপেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিবেদক: প্রতিবেদক: শিমুল হাছান, ১৬ আগস্ট ২০২২