ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে বিজয় মেলা উদ্বোধনে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার

চাঁদপুরের ফরিদগঞ্জে ২১ দিনব্যাপি বিজয় মেলা উদ্বোধন করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া। রোববার (২৬ নভেম্বর) বিকেলে চাঁদপুরের ফরিদগঞ্জ ওয়াপদা মাঠে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে এ মেলা উদ্বোধন করেন তিনি।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সারাবিশ্ব আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ নিয়ে গবেষণা করছে। তার ভাষণ আমাদের নতুন প্রজন্মের কাছে জানাতে ও দেখাতে হবে। তবেই বাঙালি জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারবে।

এসময় আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য ড. শামছুল হক ভুঁইয়া উপস্থিত ছিলেন।

ডেপুটি স্পিকার বলেন, জাতির জনকের আদর্শকে ধারণ ও লালন করতে হবে প্রতিটি নাগরিককে। বাঙালী জাতির রাখাল ছেলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার রেসকোর্স ময়দানে স্বাধীনতা যুদ্ধের যে ডাক দিয়েছিলেন, তা আজ বিশ্ব ঐতিহ্যের অংশ।

বিজয়মেলা উদযাপন কমিটির সভাপতি আবুল খায়ের পাটোয়ারীর সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা প্রশাসক আব্দুস সবুর মণ্ডল, পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা আওয়ামী লীগ সভাপতি, মেয়র নাসিরউদ্দিন আহম্মদ, সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাহেদ সরকার, মুক্তিযোদ্ধা সহিদউল্লাহ তপাদার, সাংবাদিক নুরুন্নবী নোমান, আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন স্বপন।

মেলা উদ্বোধন শেষে ডেপুটি স্পিকারসহ অন্যান্য নেতৃবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ ০৪ : ০৩ পিএম, ২৬ নভেম্বর, ২০১৭ রোববারstrong>
ডিএইচ

Share