চাঁদপুরের ফরিদগঞ্জে সিটি কোম্পানির বেঙ্গল গ্রুপের বিক্রয় প্রতিনিধি রুহুল আমিন হত্যাকাণ্ডের আলোচিত আসামি ও আন্তঃজেলা ডাকাত দলের সর্দার রফিকুল ইসলাম রবিন ওরফে ‘ডাকাত রবিন’ (৩১)–কে আদালতে প্রেরণ করেছে পুলিশ। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে ফরিদগঞ্জ থানা পুলিশ তাকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
আদালতে ‘ডাকাত রবিন’ জবানবন্দিতে বিক্রয় প্রতিনিধি রুহুল আমিন হত্যার দায় স্বীকার করেছেন। ১৬৪ ধারায় জবানবন্দি শেষে চাঁদপুর আদালত তাকে কারাগারে প্রেরণ করা করেছে।
গত ১১ নভেম্বর রাত প্রায় ১০টার দিকে ফরিদগঞ্জ উপজেলার রুস্তমপুর এলাকায় সমিতির পোলের গোড়ার রাড়ি বাড়ির সামনে নগদ অর্থ ছিনতাই করে বিক্রয় প্রতিনিধি রুহুল আমিনের মোটরসাইকেলের গতিরোধ করে ডাকাতেরা। টাকা লুট করে পালানোর মুহূর্তে রুহুল আমিন ‘ডাকাত, ডাকাত’ বলে চিৎকার করলে বিব্রত হয়ে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। ঘটনাস্থলেই রুহুল আমিন গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান।
দুর্বৃত্তদের গুলিতে নিহত রুহুল আমিন ফরিদগঞ্জ পৌর এলাকার পূর্ব বড়ালি মিজি বাড়ির হোসেন মিজির ছেলে। সে দুই সন্তানের জনক ছিল।
পরদিন নিহতের বাবা হোসেন মিজি ফরিদগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
রুহুল আমিন হত্যার পরই ফরিদগঞ্জ থানা পুলিশ, ডিবি ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল রিপোর্ট তৈরি করে এবং তথ্যপ্রযুক্তি ব্যবহার করে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে। তদন্তে উঠে আসে, এই হত্যার মূল হোতা লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার আলোচিত ১৪ মামলার আসামি আন্তঃজেলা ডাকাত সর্দার রফিকুল ইসলাম রবিন।
পুলিশের তদারকি টের পেয়ে রবিন এলাকা ছেড়ে বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াতে থাকে। তাকে ধরতে ফরিদগঞ্জ থানার কয়েকটি দল রামগঞ্জ, রায়পুরসহ বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান চালায়। অবশেষে সোমবার (১৭ নভেম্বর) রাতে র্যাব–১১ এর একটি আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সাইনবোর্ড এলাকা থেকে ডাকাত সর্দার রবিনকে গ্রেফতার করে। ১৮ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় র্যাব-১১ গ্রেফতারকৃত রবিনকে ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
গ্রেফতার রবিন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চান্দিরগাঁও গ্রামের হাজী শামছুন নুর পাটোয়ারীর ছেলে। তার বিরুদ্ধে পূর্বে হত্যা, ডাকাতি, ছিনতাইসহ মোট ১৪টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্ আলম বলেন,“বিক্রয় প্রতিনিধি রুহুল আমিনকে হত্যার পর পুলিশ তাৎক্ষণিকভাবে প্রযুক্তির সহায়তায় ডাকাত দলের সর্দার রবিনকে সনাক্ত করে। পরে র্যাবের সহযোগিতায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। আজ তাকে হত্যা মামলার আসামি হিসেবে আদালতে প্রেরণ করা হয়েছে।”
ডাকাত সর্দার রবিন গ্রেফতারের খবর পেয়ে এলাকাবাসীর মধ্যে স্বস্তি নেমে এসেছে।এদিকে নিহত রুহুল আমিনের পরিবার আদালতের কাছে হত্যাকাণ্ডের ন্যায়বিচার ও আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আহ্বান জানিয়েছেন।
প্রতিবেদক: শিমুল হাছান/
১৯ নভেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur