ফরিদগঞ্জে বিএনপির দুই বিদ্রোহীসহ ১০ প্রার্থীর মনোনয়ন জমা

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীসহ মোট ১০ জন প্রার্থী সংসদ সদস্য পদে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা পৃথকভাবে তাদের মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় সংশ্লিষ্ট দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন দাখিলকারীদের মধ্যে রয়েছেন— বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদ। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এম. এ. হান্নান এবং সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী মোজাম্মেল মনোনয়নপত্র জমা দেন।

এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয়তাবাদী কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্বাস উদ্দিন ও জাকির হোসেন মনোনয়নপত্র দাখিল করেন।

দলীয় প্রার্থীদের মধ্যে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। জাতীয় পার্টির প্রার্থী মাহমুদ আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আল্লামা মুকবুল হোসাইন, গণফোরামের প্রার্থী মুনীর চৌধুরী এবং ইসলামী ফ্রন্টের প্রার্থী আব্দুল মালেক বুলবুলও তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাইসহ পরবর্তী নির্বাচনী কার্যক্রম পরিচালিত হবে।

প্রতিবেদক: শিমুল হাছান
২৯ ডিসেম্বর ২০২৫