রাষ্ট্র কাঠামো পুনর্গঠনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফার সমর্থনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় সভাপতি হুমায়ুন কবির বেপারীর সমর্থনে মিছিল ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে লিফলেট বিতরণ করা হয়।
ভার্চুয়ালি বক্তব্যে হুমায়ুন কবির বেপারী বলেন, বিএনপির ৩১ দফাই রাষ্ট্র কাঠামো বিনির্মাণের জন্য যথেষ্ট। তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র করছে। তবে জাতীয়তাবাদী আদর্শের কর্মীরা তা প্রতিহত করবে।
তিনি আরও বলেন, দল এখনো কাউকেই মনোনয়ন দেয়নি। দল যাকে মনোনয়ন দেবে, সবাইকে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এসময়ে সভায় আরো বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা সাংস্কৃতিক দলের সভাপতি আমিনুল ইসলাম নয়ন, সাধারণ সম্পাদক সাবের হোসেন খোকন, উপজেলা সাংস্কৃতিক দলের আহ্বায়ক আবুল হোসেন পাটওয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নজির আলী খান, উপজেলা সাংস্কৃতিক দলের যুগ্ম আহ্বায়ক শাকিল আহমেদ, কামাল বেপারী।
এসময় উপস্থিত ছিলেন, মাছুম ঢালী, শফিক আহমেদ, অপু, মুছা গাজী, মাসুদ গাজী, বেলাল হোসেন ভূঁইয়া, জুলহাস মিয়া, সোহেল ভূঁইয়া, লিটন গাজী, মাহমুদ গাজী, সজিব আহমেদ প্রমুখ।
প্রতিবেদক: শিমুল হাছান,
৩০ অক্টোবর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur