চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে তারণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির ১ নং সদস্য ও উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এম এ হান্নান বলেছেন, ফরিদগঞ্জে বিএনপিকে বাচাতে নেতাকর্মীদের রাজপথে নামার আহবান জানাই। কারণ কোন নিয়মনীতির তোয়াক্কা না করে দলের নাম ভাঙ্গিয়ে কতিপয় এক নেতা বিভিন্ন ইউনিয়ন কমিটি ঘোষণা দিচ্ছে, যার কোন বৈধতা নেই। তিনি ইতিপূর্বে আওয়ামী লীগের সময়ে তাদের নেতাদের সহযোগিতা ফরিদগঞ্জে মনোনয়ন ছিনতাই করে এমপি হয়েছে। এবার কিন্তু আওয়ামী লীগের সেই দাদারা নেই। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে তিনি ফরিদগঞ্জে বিএনপির রাজনীতি করতে চায়। আমরা জেলা বিএনপির অনুমোদিত ব্যানারে উপজেলা থেকে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে পুণাঙ্গ কমিটি রয়েছে। এর বাহিরে যারাই বিএনপির কমিটি দাবি করবে তাদেরকে আপনারা রাজপথে থেকে প্রতিহত করুণ।
আমি আপনাদের সাথে নিয়ে শহীদ জিয়ার আদর্শে রাজনীতি করে আসছি। আপনারা আমার কর্মকান্ডের মূল্যায়ন করে আগামি জাতীয় সংসদ নির্বাচনে পাশে থাকবেন। আর যারা হঠাৎ করে এসে জুড়ে বসতে চায় তাদেরকে ফরিদগঞ্জের মাটি থেকে প্রতিহত করতে হবে। তাই আপনারা রাজপথে থেকে তাদের অবৈধ কর্মকান্ডে প্রতিবাদ জানান।
৩০ আগস্ট শনিবার বিকালে ফরিদগঞ্জ উপজেলার খাজুরিয়া স্কুল মাঠে আয়োজিত সভায় উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টুর পরিচালনা বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ আহবায়ক শরীফ মো. ইউনুস, যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান দুলাল, সাবেক পৌর মেয়র ও যুগ্ম আহ্বায়ক মঞ্জিল হোসেন, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম নজু, সাংগঠনিক সম্পাদক ডা. আবুল কালাম আজাদ, পৌর বিএনপি আহ্বায়ক আমানত গাজী, বিএনপি নেতা আজাদ পাটওয়ারী, খোকন, মোহাম্মদ শরীফ, শহীদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন সুমন, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক আমিন মিজি, উপজেলা তাঁতী দলের আহ্বায়ক জামাল সওদাগর, উপজেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাছান মঞ্জু, সাধারণ সম্পাদক আবু ইউসুফ শাওন প্রমুখ।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ৩০ আগস্ট ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur