ফরিদগঞ্জে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ করলেন মোতাহার হোসেন পাটওয়ারী
রাষ্ট্র মেরামতের ৩১ দফা দাবির প্রচার কার্যক্রমের অংশ হিসেবে কেন্দ্রীয় বিএনপি’র সদস্য মোতাহার হোসেন পাটোয়ারীর উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) বিকেলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটওয়ারীর নেতাকর্মীদের নিয়ে লিফলেট বিতরণ করেন।
৯নং গোবিন্দপুর উত্তর ও ১০ নং দক্ষিণ ইউনিয়নের ধানুয়া বাজার, নয়াহাট বাজার, গোয়ালভাওর বাজার ও রামপুর বাজারসহ আশপাশের এলাকায় লিফলেট বিতরণ শেষে কর্মসূচি শেষ হয়। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
লিফলেটে রাষ্ট্র মেরামতের ৩১ দফার মূল বিষয়গুলো তুলে ধরা হয়। পথচারী, দোকানদার ও বিভিন্ন পেশার মানুষের হাতে হাতে লিফলেট পৌঁছে দিয়ে নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান।
সংক্ষিপ্ত সমাবেশে মোতাহার হোসেন পাটওয়ারী বলেন, “রাষ্ট্র মেরামতের ৩১ দফা হলো দেশের জনগণের মৌলিক অধিকার ও গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রতীক। জনগণ এ দাবি মেনে নেবে এবং গণতান্ত্রিক আন্দোলনে সম্পৃক্ত হবে। বিএনপি সবসময় জনগণের অধিকার আদায়ের পক্ষে কাজ করেছে, ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।”
এ সময় উপস্থিত ছিলেন—বিএনপি নেতা সিরাজুল ইসলাম পাবক, পৌর বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশিদ, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আব্দুল মতিন, জেলা যুবদলের সদস্য আমির হোসেন খান, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাজান গাজী, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক তানভির আহমেদ নকিব, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম সুমন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ, ফরিদগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক পারভেজ আলম, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাফিকুল ইসলাম, পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব কামরুল ইসলাম রাড়ি, ৯ নং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মিলন গাজী, সাধারণ সম্পাদক বাচ্ছু, ১৬ নং ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক আরিফ হোসেন, সদস্য সচিব মাহফুজুর রহমান, ১৪ নং ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সবুজ, ১১ নং ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক হাবিব মেম্বার, সদস্য সচিব মাহিন মেম্বার, ৯ নং ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব হেলাল পন্ডিত, ৭ নং ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব সাইফুল ইসলাম সুমন, ২ নং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক রাশেল রানা, ৩ নং ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ রাসেল, ছাত্রদলের সভাপতি সভাপতি অনিক হাছান মাছুম বিল্লাহ, ১ নং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুল, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আরিফ তরফদার, পৌর এলাকার সদর ছাত্রদলের সভাপতি তানজিল গাজী, ১২ নং ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক সুমন, সদস্য সচিব আনোয়ার, উপজেলা মহিলা দলের নেত্রী শারমিন করিমসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: শিমুল হাছান, ৩০ আগস্ট ২০২৫