ফরিদগঞ্জে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এবং চট্টগ্রাম-৮ আসনের বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর ওপর সংঘটিত হামলার প্রতিবাদে ফরিদগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) বিকালে ফরিদগঞ্জের আল-মদিনা হাসপাতাল এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বাসস্ট্যান্ডসহ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ নস্যাৎ করতে পরিকল্পিতভাবে এসকল হামলা চালানো হচ্ছে। এসব ঘটনার মাধ্যমে সাধারণ জনগণের ভোটাধিকার হরণ এবং আসন্ন জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে। অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, মজিবুর রহমান, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন কোম্পানি, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক টুটুল পাটওয়ারী, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান ও সোহেল খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক মানিক পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম মাহমুদ রাঢ়ী, পৌর বিএনপি নেতা হাবিবুর রহমান রুবেল, সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক পেয়ার আহাম্মদসহ আরও অনেকে।

প্রতিবেদক: শিমুল হাছান,
১৩ ডিসেম্বর ২০২৫