ফরিদগঞ্জে বিএনপির আয়োজনে যুব ও ছাত্রদলের ফুটবল টুর্ণামেন্ট

বাংলা নববর্ষ উপলক্ষে তারন্যের অহংকার তারেক রহমানের নির্দেশনায় ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে যুব ও ছাত্র দলের মধ্যে এক প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। ১৬ এপ্রিল বুধবার বিকালে গল্লাক আদর্শ ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ফুটবল খেলায় প্রধান পৃষ্ঠপোষক ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এম এ হান্নান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈশাখী বার্তা পৌঁছে দিতে উক্ত প্রীতি ফুটবল খেলার আয়োজন করেন।

উক্ত ফুটবল খেলায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলার বিএনপির যুগ্ম আহবায়ক ডা. আবুল কালাম আজাদ ও সভাপতিত্ব করেন ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মজিবুর রহমান, ফারুক আহম্মেদ খান, মো. মাসুদ, গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হরিপদ দাস, গুপ্টি পূর্ব ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. বাবুল মন্ডল, ৩ নং সুবিদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমান হোসেন, সহ-সভাপতি ইয়াছিন মিজি, ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, ৫ নং গুপ্টি পূর্ব ইউনিয়ন যুবদলের আহবায়ক মাহিন বেপারী, উপজেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাছান মঞ্জুর, সুবিদপুর পূর্ব ইউনিয়ন যুবদলের নেতা মনির হোসেন রুবেল প্রমুখ।

প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়,১৬ এপ্রিল ২০২৫

Share