ফরিদগঞ্জে বিআরডিবির নির্বাচন সম্পন্ন, সভাপতি সালাম

উৎসব মুখর পরিবেশে ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (বিআরডিবির) নির্বাচন সম্পন্ন হয়েছে।
২৪ মার্চ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৩ টা পর্যন্ত উপজেলা সমবায় সমিতির কার্যালয়ে ১৮৯জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে।

উক্ত নির্বাচনে সভাপতি পদে ৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। আব্দুস সালাম আজাদ জুয়েল আনারস প্রতিক নিয়ে ৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়। নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহাবুব আলম সোহাগ মটর সাইকেল প্রতিক নিয়ে ৫৩ ভোট, কামাল উদ্দিন পাঠান চেয়ার প্রতিক নিয়ে ৪৭ ভোট এবং নুরুন্নবী মানিক ছাতা প্রতিক নিয়ে কোন ভোট পায়নি।

এদিকে সহ-সভাপতি পদে ২ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। সাইফুল ইসলাম তালা চাবি প্রতিক নিয়ে ১২২ ভোট পেয়ে নির্বাচিত হয়। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ফখরুজ্জামান পাটওয়ারী বই প্রতিক নিয়ে ৬৪ ভোট পায়।

নির্বাচন শেষে ফলাফল ঘোষনার নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাছান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, জেলা আ’লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. হারুন অর-রশিদ সাগর, উপজেলা আলীগের সাধারন সম্পাদক, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাহেদ সরকার, পৌর আ’লীগের সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র মাহফুজুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সহিদ উল্লা তপাদার, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মশিউর রহমান ভূঁইয়া, আবু শামীম, উপজেলা সমবায় কর্মকর্তা নাজমুন নাহার, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল ইসলাম সউদ, আ’লীগ নেতা জাহাঙ্গীর আলম খোকন তালুকদার প্রমূখ।

উল্লেখ্যঃ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৯৮ জন, ১৮৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে এবং বালিত ছিল ১ টি।

প্রতিবেদক:শিমুল হাছান, ২৪ মার্চ ২০২২

Share